বরগুনার বেতাগীতে নগদ লেনদেনের কাস্টমার সার্ভিসের উদ্ধোধন

লেখক:
প্রকাশ: ৪ years ago

বেতাগী প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলা ডাকঘরে আজ বুধবার দুপুরে নগদ লেনদেনের কাস্টমার সার্ভিসের উদ্ধোধন করা হয়।

উপজেলা পোষ্টমাস্টার রেভা রানী সমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নগদ কাস্টমার সার্ভিস পয়েন্ট বরগুনা জেলা আঞ্চলিক ব্যাবস্থাপক গাজী মোহাম্মদ মিলন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ আল-আমিন সৈকত, সাবেক উপজেলা পোস্টমাস্টার আব্দুল হাই, প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক স্বপন কুমার ঢালী, তথ্য উদ্যোক্তা মো. আল আমিন। সভা শেষে ফিতা কেটে নগদ লেনদেন কাস্টমার সার্ভিস পয়েন্টের উদ্ধোধন করা হয়।