বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিশখালী নদীতে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে স্কুল ছাত্র হাসিবুর রহমান শ্রাবন (১০) নামে এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর ভেসে উঠেছে। শুক্রবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাকচিড়া সংলগ্ন বিষখালী নদীর লঞ্চঘাট এলাকা থেকে উদ্ধার তার মরদেহ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে বৃহস্পিতবার সকাল সাড়ে ১০টার দিকে একই জায়গায় শ্রাবণসহ কয়েকজন শিশু গোসল করতে গেলে বিশখালী নদীর স্রোতে ভেসে যায় শ্রাবণ। পরে পাথরঘাটা ফায়ার সার্ভিস ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কোস্টগার্ড এবং নৌপুলিশ যৌথ উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাথরঘাটা স্টেশন কর্মকর্তা আ. লতিফ বলেন, লঞ্চঘাটের উত্তর পাশের ঘাটলার নিকটে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com