বরগুনার পাথরঘাটায় ১ লাখ চিংড়ি পোনা জব্দ, আটক ৫

:
: ৬ years ago

বরগুনার পাথরঘাটা উপজেলায় চিংড়ি পোনা জব্দ করার ঘটনায় ৫ জেলেকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় পাথরঘাটা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমাযুন কবির এ জরিমানা করেন। এ সময় একটি ট্রলার ৪ লাখ টাকা নিলামে বিক্রি করা হয়।

জেলেরা হলেন- পটুয়াখালী জেলার মহিপুর থানার সুলতান শরীফের ছেলে কামাল শরীফ (৩৫), সুলতান কাজীর ছেলে মো. খোকন কাজী (৪৫), কলাপারা থানার জাহাঙ্গীর তালুকদারের ছেলে মো. জালাল তালুকদার (৩৫), নুর ছাইদ হাওলাদারের ছেলে আব্দুস সত্তার (২৫) ও বরগুনা জেলার তালতলী থানার সাহাবুদ্দিনের ছেলে মো. মোকলেচুর রহমান (৪৫)।

এর আগে রোরবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটার খাল থেকে ১ লাখ চিংড়ি পোনাসহ ৫ জেলেকে আটক করা হয়। এসময় সানজিদা পরিবহন নামের একটি স্টিলের ট্রলারও আটক করে পাথরঘাটা কোস্টগার্ড।