বরগুনার পাথরঘাটার অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ০১ জন জলদস্যু গ্রেফতার করেছে র‌্যাব-৮

লেখক:
প্রকাশ: ৬ years ago

দেশের দক্ষিনাঞ্চলে অবস্থিত সুন্দরবনের উপর নির্ভরশীল হাজার হাজার উপকূলবর্তী মানুষ প্রতি
নিয়তই বনদস্যু/জলদস্যুদের আক্রমনের শিকার হয়। সুন্দরবন সহ বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় বনদস্যু,
জলদস্যুদের দমনের লক্ষ্যে র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে একটি
টাস্কফোর্স কাজ করছে, যার প্রধান সমন্বয়কারী র‌্যাব মহাপরিচালক। র‌্যাব সুন্দরবন এলাকায় জলদস্যু ও
বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাবের এই কঠোর তৎপরতার কারনে
২৩টি বাহিনীর ২৪৩ জন জলদস্যু, ৩৭৯টি অস্ত্র ও ১৮,৮০৪ রাউন্ড গোলাবারুদ’সহ র‌্যাব-৮ এর
নিকট আতœসমর্পণ করে)।

ইলিশের মৌসুমকে সামনে রেখে সেপ্টেম্বর ২০১৮ মাসের শুরু হতেই র‌্যাব-৮ নিয়মিত
টহলের মাধ্যমে জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছে। এরই
ধারাবাহিকতায় র‌্যাব-৮ গত ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ হতে সুন্দরবনের বলেশ্বর নদীর বিভিন্ন
স্থানে বিশেষ টহল পরিচালনা করতে থাকে এবং বর্ণিত জলদস্যু বাহিনীর অবস্থান সনাক্তের ব্যাপারে
র‌্যাব-৮ শুরু থেকেই গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যেতে থাকে। গোয়েন্দা তথ্য, বিভিন্ন পত্র
পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষন করে এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিভিন্ন বাহিনীর
সম্ভাব্য এলাকা সমুহে র‌্যাব-৮ এর সূচারু গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে জলদস্যু বাহিনীর
অবস্থান ও আস্তানা সনাক্ত করে। সেই মোতাবেক উর্দ্ধতন কর্তৃপক্ষের তাৎক্ষনিক নির্দেশে র‌্যাব-৮,
বরিশাল, সদর কোম্পানী একটি আভিযানিক দল পাথরঘাটা থানার অন্তর্গত বলেশ্বর নদীর পাড় ধরে
গোয়েন্দা দ্বারা চিহ্নিত এলাকার দিকে অগ্রসর হতে থাকে।

অদ্য ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ বিকাল আনুমানিক ০০.০৫ ঘটিকায় বরগুনা জেলার পাথরঘাটা থানার অন্তর্গত সুন্দরবনের বলেশ্বর নদীস্থ বকুলতলা গ্রামস্থ নামক স্থানে কিছু লোককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখতে পায়। আভিযানিক দলটি কৌশলগত ভাবে সাবধানতার সাথে তার কাছাকাছি পৌছালে
সন্দেহভাজন দস্যু কোন কিছু বুঝে উঠার আগেই তাকে গ্রেফতার করে ও বাকিরা পালিয়ে যায়।
আটককৃত দস্যুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কুখ্যাত জলদস্যু ‘‘সাত্তার বাহিনীর’’
বাহিনী সক্রিয় সদস্য বলে নি¤েœ বর্নিত নাম ও পরিচয় প্রদান করেঃ
(১) মোঃ তায়েব আলী শেখ(৪৫), পিতাঃ মৃতঃ আবু সাঈদ শেখ, সাং-উত্তর খানপুর, থানাঃ
বাগেরহাট সদর, জেলাঃ বাগেরহাট।

ঘটনার আকস্মিকতায় উক্ত স্থান ও আশেপাশে জড়ো হওয়া বনজীবি জেলে, বাওয়ালী ও মাওয়ালীদের
সহযোগীতায় ঘটনাস্থলে ব্যাপক তল্লাশী করে বনের মধ্য হতে জলদস্যুদের ব্যবহৃত (১) ০১টি
বিদেশী তৈরি একনালা বন্দুক এবং (২) ১৩ রাউন্ড গুলি (৩) ০২টি দেশীয় ধারালো অস্ত্র (৪) ০১টি
গুলি রাখার বান্ডুলিয়ার উদ্ধার করা হয়। উল্লেখ্য উদ্ধারকৃত আলামত ও সরঞ্জামাদি সরেজমিনে
পর্যবেক্ষন করে সেখানে ৫ থেকে ৬ জন জলদস্যুর অবস্থান সম্পর্কে প্রাথমিক ভাবে ধারনা লাভ করা
যায়।

সাম্প্রতিক ইলিশ আহরণ নিষিদ্ধ সময় পরবর্তীতে জেলেদের পূনরায় নদীতে
গমনের অপেক্ষায় তারা ডাকাতির সকল প্রকার প্রস্তুুতি সমেত অপেক্ষমান ছিল।
৪। উল্লেখিত অভিযানে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সমূহ বরগুনা জেলার
পাথরঘাটা থানায় জমা করা হয়। পলায়নরত অন্যান্য জলদস্যুদের আটকে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা
তৎপরতা অব্যাহত রয়েছে।