বিশ্বকাপ ফুটবল চলছে। সাথে প্রিয় দলের প্রতি সমর্থকদের উন্মাদনার কমতি নেই। বাংলাদেশে জার্মানি, ইংল্যান্ড, স্পেনসহ অন্য দেশের ফুটবল ভক্তও আছে। তবে ব্রাজিল-আর্জেন্টিনার তুলনায় সেই সংখ্যা কম। এ দুই দলের সার্পোটারের উন্মাদনাই বেশী। নারায়ণগঞ্জে ব্রাজিল বাড়ির পর এবার পাওয়া গেল আরেক সমর্থক। যিনি আস্ত একটি ব্রীজ সাজিয়েছেন ব্রাজিলের পতাকায়। যদিও, আর্জেন্টিনা সমর্থকদের তেমন উল্লেখযোগ্য কোন দৃষ্টান্ত এখন পর্যন্ত চোখে পড়েনি।
বরগুনা তালতলীর শেষ সীমান্ত এলাকার কঢ়ুপাত্রা টু চাকামাইয়া ব্রিজটিতে আটকে গেল চোখ। ব্রাজিলের পতাকা দিয়ে সাজানো হয়েছে উপজেলার কচুপাত্রা টু চাকামইয়া ব্রিজটি। ওই এলাকার কলেজ পড়ুয়া ছাত্র এসএম কাওসার মাহমুদ। সে এক জন ব্রাজিলের কট্টর ভক্ত। চাকামইয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সে। পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র।
জম্মের পর থেকেই যখন খেলা বোঝা শুরু করে তখন থেকেই সেলেকাওদের ফুটবলের প্রেমে পড়েন। আর এই প্রেমের কারণেই ব্রাজিলের সমর্থনে উন্মাদনা কাওসার ও বন্ধুদের নিজেদের কষ্টের জমানো টাকা দিয়ে পতাকা কিনে এই ব্রিজটি সাজিয়েছেন তিনি। ব্রাজিল সমর্থিত স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ব্রাজিলের পতাকা দিয়ে এই ব্রিজটি সাজানো হয়। এতে পুরো ব্রিজটি শোভা পাচ্ছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দেশটির পতাকা।
যা এলাকাবাসীকে দৃষ্টিনন্দন করেছে। এ কাজে কাওসার মাহমুদকে সহায়তা করেছেন স্থানীয় ব্রাজিল সমর্থক শাহিন হাং, রাকিব শিকদার, তুহিন দফাদার, পনু হাং, মামুম বিল্লাহ, শামিম গাজি, সামিম দফাদার, হাফিজুর, মেহদি হাসান, বায়েজীদ সিকদারসহ আরও অনেকে।
এসএম কাওসার মাহমুদ বলেন, প্রিয় দল ব্রাজিলকে ভালোবাসি, নেইমার আমার বেষ্ট খোলোয়াড় তাই নেইমার কে ভালোবাসি। তাই নিজ হাতে ব্রাজিলের পতাকায় সাজিয়েছি আমাদের এলাকার ব্রিজটি সহ পুরো এলাকা জুড়ে। আমার বিশ্বাস এবারের বিশ্বকাপে জয়ী ব্রাজিলই হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com