অনলাইন ডেস্ক :: বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন সংক্রান্ত রায়ে হাইকোর্ট বলেছে, তদন্ত চলমান থাকায় বরগুনার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেনের বিরুদ্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকছে আদালত।
তবে বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সময়মতো তার বিষয়ে ব্যবস্থা নিবেন। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। হাইকোর্ট বলেছে, ইদানিং অনেক পুলিশ কর্মকর্তাকে মামলার তদন্ত নিয়ে উৎসাহী বক্তব্য দিতে দেখা যায়। অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বিচারে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যাবে না।
তদন্ত পর্যায়ে তদন্তের অগ্রগতি নিয়ে গণমাধ্যমে কতটুকু প্রচার করা যাবে সে বিষয়ে একটি নীতিমালা থাকা দরকার। নীতিমালা যাতে প্রণয়ন করা হয় সে জন্য স্বরাষ্ট্রসচিব ও পুলিশের আইজিকে পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট।