বরগুনার আমতলীতে ২৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরগুনার আমতলীতে শনিবার সকালে ২৬ পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব -৮ ও আমতলী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারিকাটা বাজার গ্রামের উত্তর তারিকাটা (৭নং ওয়ার্ড) এলাকার মাতব্বর বাড়ীর মসজিদের সামনে নির্মাণাধীন পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের জন্য নিয়ে যাওয়ার সময় র‌্যাবের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৩২)কে ২৬ পিস ইয়াবড়ি ও ৭ হাজার ৮ শত টাকাসহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ এ´ে মিজানুর রহমান মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।