বরগুনার আমতলীতে মাদক বিরোধী সাইকেল র‌্যালিতে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরগুনার আমতলী উপজেলায় সোমবার (০৫ মার্চ) বেলা ৩টার দিকে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আমতলী থানা ভবন থেকে শহরে এই র‌্যালি বের হয়। পরবর্তীতে একে সরকারি হাইস্কুল মাঠে শেষ হয়। ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদকে বলি না, এই শ্লোগান নিয়ে মাদকবিরোধী র‌্যালিতে অংশ নেয় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবকসহ নানা শ্রেণি পেশার মানুষ। আমতলী থানা ও আমতলী থানা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এই র‌্যালিতে আরও অংশ নেন বরগুনা জেলা পুলিশ সুপার বিজয় বসাক, আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান পরবর্তীতে সেখানে তারা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহবিরোধী কমিউনিটি পুলিশিং বিষয়ক এক মতবিনময় সভায় অংশগ্রহণ করেন।।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরগুনার জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন, আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসা. মাকসুদা আকতার জোসনা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্যাহ ও ওসি তদন্ত মো. নুরুল ইসলাম বাদল ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহজাদা আকন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, মো. সহিদুল ইসলাম মৃধা, আকতারুজ্জামান বাদল খান, অ্যাড. নুরুল ইসলাম, একেএম নুরুল হক, মো: হারুন অর রশিদ ও বোরহান উদ্দিন মাসুম প্রমুখ।

ফটোগ্যালারীঃ

Image may contain: 6 people, people smiling, bicycle, crowd and outdoor

Image may contain: 9 people, people standing and outdoor

Image may contain: 10 people, crowd and outdoor

Image may contain: 8 people

Image may contain: 5 people, people smiling, people standing

Image may contain: 8 people, people standing

Image may contain: 8 people, people smiling, people standing

Image may contain: 10 people

Image may contain: 13 people, people smiling, people standing

Image may contain: 4 people, people standing and flower