বরগুনার আমতলীতে জমি বিরোধের জের ধরে একই পরিবারের ০৩ সদস্যকে কুপিয়ে জখম

লেখক:
প্রকাশ: ৫ years ago

খলিফা মাইনুল : বরগুনা জেলার আমতলী থানাধীন সেকেন্দার খালী গ্রামে জমি বিরোধের জের ধরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে ।

গত শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। আহতরা হলো ১.মোঃ রাব্বি হাওলাদার ২.মোসা: কহিনুর বেগম উভয়ের পিতা মোঃ রিপন হাওলাদার ।৩.মোসা: শাহানা বেগম পিতা মৃত বারেক হাওলাদার।

আহতদের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে রিপন হাওলাদারের প্রতিবেশী নজরুল ইসলামেরে ছেলে নয়ন মৃধা জোরপূর্বক তাদের জমি দখল নেয়ার চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে উভয়ের সাথে দ্বন্দ্ব বিরাজমান রয়েছে।

আহত রাব্বি বলেন, আমরা দীর্ঘ দিন যাবত্ ২১৩ নাম্বার খতিয়ানের ৫৬ নাম্বার দাগ ওয়ারিশ ও কবলা মূল্যে ভোগ দখল করে আসছি । কিন্তু কুখ্যাত ভুমি দস্যু,মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী নয়ন এই জমি দখল নেয়ার চেষ্টা করে আসছে । নয়ন মৃধা প্রায় সময় আমার পরিবারকে হত্যাসহ লাশ গুম করারও হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন নয়ন মৃধা, সোহেল মৃধা ,রিপন মৃধা, নাছির হাওলাদার সহ অজ্ঞাত ১০/১২ জন হামলা করে । পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে কল্যান পুর বাস স্টেশন এর পূর্ব পাশে বসে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম প্রেরণ করেন। এদের অবস্থা খুবই আশঙ্কাজনক যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনায় হয়ে যেতে পারে। বর্তমানে তারা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় নিয়ে তালতলী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান ।