বরগুনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লেখক:
প্রকাশ: ৪ years ago

বরগুনা প্রতিনিধি: বরগুনার সদর উপজেলার ৩নং ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক নজরুল ইসলাম ফোরকান।

আজ সকাল ১০ ঘটিকার সময় নিজ ইউনিয়নের গরীব অসহায় শীতার্তদের মাঝে নিজের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে নিজের এলাকায় গরীব অসহায় মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। স্থানীয়রা বলেন নজরুল ইসলাম ফোরকান একজন সমাজ সেবক তিনি আমাদের মাঝে সুখ দুঃখে পাশে থাকেন। তার মতো একজন সাদা মনের মানুষ পেয়ে আমরা ইউনিয়ন বাসী গর্ববোধ করি। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন এই দোয়া আমরা সব সময় করি।নজরুল ইসলাম ফোরকান বলেন মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করে আজ আমি গরিব অসহায় শীতার্তদের মাঝে নগদ অর্থ ও ৫ হাজার কম্বল বিতরণ করছি। বিগত দিনে মহামারী করোনাকালীন সময় ইউনিয়ন বাসীর পাশে দাঁড়িছি। আগামীতে ও গরীব অসহায় ইউনিয়ন বাসীর সেবা করে যেতে পারি এটা আমার মূল লক্ষ্য। ইতিমধ্য ও আমি ভূমিহীনদের গৃহ ঘর নির্মাণ করে দিয়েছি। ভবিষ্যতেও ইউনিয়নের বাসী কে নিয়ে কাজ করে যেতে পারি সকলের কাছে এই দোয়া চাই।