প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২১, ১:২১ পূর্বাহ্ণ
বরগুনায় মাছের ঘেরে বিষ প্রয়োগ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি
পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা তারিকুল ইসলাম তারেকের মাছের ঘেরে রাতের আধারে দুর্বৃত্তরা বিষ দিয়ে পোনা মাছ নিধন করে গতকাল রাতে এ অভিযোগ পাওয়া যায় । ঘটনাটি ঘটে কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া গ্রামের ১ নং ওয়ার্ডে।
তারিকুল ইসলাম তারেক বলেন আমার মাছের ঘেরে তিন থেকে চার বছরের পুরানো মাছসহ এবছর ও নতুন পোনা মাছ ঘেরে রয়েছে। রুই কাতল গ্লাস কাপ চায়না পুঁটি মিনার কাপ সহ বিভিন্ন প্রজাতির মাছ এই মাছের পুকুরে কে বা কারা রাতের আধারে বিষ দিয়ে প্রায় দুই লক্ষ টাকার মাছ মেরে ফেলে ।
কে এই ঘটনা ঘটিয়েছে আমি এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারি নাই। তবে আমাদের এলাকায় চোর ও সন্ত্রাস বাহিনী রয়েছে । এদের দ্বারা দীর্ঘদিন যাবৎ এলাকায় অনেক পরিবারের বিভিন্ন রকমের মালামাল চুরিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবিষয় আমি বর্তমান চেয়ারমান কাকচিড়া ইউনিয়নের আলাউদ্দিন পল্টু সাহেবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। স্থানীয় মাসুম বিল্লাহ মনির হোসেন সুমন ও মিলন জমাদ্দার বলেন সকালবেলা আমরা দেখতে পাই তারিকুল ইসলাম তারেক এর পুকুরে প্রচুর পরিমাণ মাছ মরে ভেসে উঠছে।
এই মরা মাছ দেখে এলাকায় জনসাধারণের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় কে বা কারা এই জঘন্য কাজ করেছে তাদেরকে প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন মাছ মরে যাওয়ার বিষয় আমার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তারিকুল ইসলাম তারেক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com