বরগুনার পাথরঘাটায় দিনে-দুপুরে একটি মসজিদের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের উন্নয়ন কাজের জন্য সংরক্ষিত টাকা চুরি করে পালিয়ে গেছে চোর চক্র।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের হাড়িটানা এলাকার মুন্সিবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের মুসল্লীরা সবাই চলে যান। পরে মসজিদের মোয়াজ্জেম নেছার মুন্সী তালা বন্ধ করে বাড়িতে যান। এরপর বিকেলে আসরের নামাজের আগে মসজিদ খুলতে এসে তিনি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভাঙা ও এলেমেলো দেখে মসজিদ কমিটিকে বিষয়টি অবহিত করেন।
মুন্সিবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম মুন্সি বলেন, চুরির খবর পেয়ে সঙ্গে সঙ্গে মসজিদে এসে দেখি স্টিলের আলমারি ভাঙা। মসজিদের উন্নয়ন কাজের জন্য সংরক্ষিত প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, চুরির ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’