বরগুনায় ছাত্র-ছাত্রীদের মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি

লেখক:
প্রকাশ: ৩ years ago

পুলিশই জনতা জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস ও মাদকমুক্ত, সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ বিনির্মানে ছাত্র/ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বরিশাল রেঞ্জ ডিআইজি ।
আজ বরগুনা সরকারি কলেজ হল রুমে বরগুনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সন্ত্রাস ও মাদকমুক্ত, সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ গড়ার বিষয় নিয়ে ছাত্র/ছাত্রীদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য জনাব অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এমপি; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম আক্তারুজ্জামান,   ডিআইজি, বরিশাল রেঞ। বরগুনা জেলা প্রশাসক মহোদয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা।
বিশেষ অতিথির বক্তব্যে  বলেন মাদক সন্ত্রাস মুক্ত সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্ববান জানান তিনি। এসময় ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত হয়ে দেশকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন থানার কর্মকর্তাবৃন্দ সুশীল সমাজের ও রাজনীতি ব্যক্তিবর্গ।