বরগুনায় গৃহবধূ হত্যা: স্বামী শ্বশুর শাশুড়িসহ গ্রেপ্তার ৪

:
: ৫ মাস আগে

বরগুনার তালতলীতে সুখী আক্তার (২০) নামে এক গৃহবধূকে হত্যার মামলায় তার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত থেকে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে তালতলী থানা পুলিশ।

 

গ্রেপ্তাররা হলেন, নিহত সুখী আক্তারের স্বামী হাসান সর্দার, শ্বশুর সাইফুল ইসলাম সর্দার, শাশুড়ি ময়না বেগম ও ভাসুর আবদুল। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে তালতলী থানায় হত্যা মামলা করেন সুখী আক্তারের মা ফাতেমা বেগম।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান রাইজিংবিডিকে বলেন, মামলার অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাড়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের পাশ থেকে সুখী আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সুখী আক্তার গত ৩১ জানুয়ারি ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের শ্বশুর বাড়িতে কাজ শেষে রাতে নিজ রুমে ঘুমাতে যায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি।