বরগুনা বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকছিরা গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুর রহিম (১৭) কে গত ২৬/১২/২২ তারিখে রাতের আধারে ধানক্ষেতে হত্যা করে ফেলে রাখা হয়।
এ বিষয়ে আজ সকাল ১১ টার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রী বিচারের দাবিতে উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। নির্মম এই হত্যাকান্ডের বিচার চেয়েছেন নিহতের পরিবার স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা। মোঃ আব্দুর রহিম এ বছর এসএসসি পরীক্ষার ছিল। এ বিষয়ে বামনা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত পরিবার।
স্থানীয়রা বলেন, আব্দুর রহিম এলাকায় ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল কে বা কারা এই হত্যাকাণ্ড কি কারণে করলো আমরা রহস্য খুঁজে পাইনা যারা এর পিছনে ইন্দনদাতা রয়েছেন সঠিক তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com