বরিশাল নগরীর রূপাতলী হাউজিংয়ে গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে হামলা চালানোর হয়েছে। এতে রূপাতলী স্ট্যান্ডের পরিবহন শ্রমিক নামের আড়ালে সন্ত্রাসী হামলায় ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রূপাতলী হাউজিং এলাকার ২৩ নম্বর রোডের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে গভীর রাতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের পর আজ গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে আবারো সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থীরা হলেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নুরুল্লাহ সিদ্দিকী, রসায়ন বিভাগের এস এম সোহানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের আহসানুজ্জামান, গণিত বিভাগের ফজলুল হক রাজীব, সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, বোটানি ও ক্রপ সাইন্সের আলী হাসান, বাংলা বিভাগের মো. রাজন হোসেন এবং মার্কেটিং বিভাগের মাহবুবুর রহমান, মাহাদী হাসান ইমন, মিরাজ হাওলাদার ও সজীব শেখ।
এর প্রতিবাদে ১৭ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪:৩০ মিনিটে অশ্বিনী কুমার টাউন হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ বিক্ষোভ সমাবেশ করেন।
উক্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদের সভাপতি প্রদীপ কুমার দাস(রাহুল) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ এর সহ-সভাপতি কিশোর চন্দ্র বালা, সাধারণ সম্পাদক জয়দেব সাহা, সাংগঠনিক সম্পাদক সূপর্ণা সাধু।
এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কেন্দ্রীয় সংসদ এর ভারপ্রাপ্ত অর্থ-সম্পাদক নবীন আহমেদ, বরিশাল জেলার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম শাফিন; এছাড়া বক্তব্য রাখেন কবি হুজাইফা রহমান, ঢাবি শিক্ষার্থী আদনান তূর্য।