ববি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা, অনুপস্থিত ১৭

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ববি কেন্দ্রে ৪২৯ জনের আসন সংখ্যার বিপরীতে ৪১২ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অংশ নেননি ১৭ পরীক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নে ক্যাম্পাসে আইন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সাদেকুল আরেফিন বলেন, ঢাবির গ ইউনিটের মোট আসন সংখ্যা ৯৩০। প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু রয়েছেন ৩৩ জন। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪২৯ জনের আসন সংখ্যার বিপরীতে ৪১২ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ নেননি ১৭ পরীক্ষার্থী।’

এর আগে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে হল পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া প্রমুখ।