বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল না আসায় আত্মহত্যার কথা বলে মেধাবী ছাত্রী শামসুন্নাহার মিমের গৃহত্যাগ। শিক্ষকের গাফিলতির জন্যই এমনটা ঘটেছে বলে অভিযোগ করেন ষ্বজনরা।
বুধবার ২৮ নভেম্বর সন্ধ্যায় কাউকে কিছু না বলে খালি পায়ে ঘর থেকে বের হয়ে যায় মিম।
বরিশাল সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী শামসুন্নাহার মিম এইচ এস সি পরীক্ষায় ভাল রেজাল্ট করে উত্তীর্ন হওয়ার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য গত ২৩ নভেম্বার অনুষ্ঠিত ভর্তি পরিক্ষায় “খ “ইউনিট এ অংশগ্রহন করেন। তার আসন দেয়া হয় বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে।
নিখোঁজ মিমের পিতা মোঃ শাহ আলম জানান, খুব ভাল পরীক্ষা দিয়েছিল মিম তবে বার বার বলছিল পরিক্ষা হলে ওএমআর শিটে শিক্ষকের দারা পূরণীয় অংশে ভুল হওয়ার কথা বলে খুব গভীর চিন্তায় থাকত আর একটা কথাই বলত স্যারের ভুলের কারনে যদি আমার রেজাল্ট না আসে আমি আত্মহত্যা করব।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার জিবনের স্বপ্ন। আমি দিন রাত কষ্ট করেছি আর স্যার একটু বেখেয়ালি করে আমার খাতার ইংরেজিতে পূরনীয় অংশে বাংলায় পূরণ করে ফেলল তারপর আমি বলার পরে সে নতুন ওএমআর শিট না দিয়ে কাটাছেঁড়া করে ঠিক করল।কাটাছেঁড়া করা ওএমআর শিট গ্রহণযোগ্য হয়না । আমি অনেকভাল রেজাল্টকরব বাবা। ২৫ নভেম্বরের প্রকাশিত ফলাফলের ভিত্তিতে তার ফলাফল না আসায় সে মানসিকভাবে ভেঙে পরে।
তার ফলাফল না আসায় পিছনে সারের গাফিলতিকে দায়ি মনে করে সে বার বার একটা কথা বলা শুুরু করে আমি খুব ভাল পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমার রেজাল্ট ই আসলোনা এ জিবন আমি আর রাখবনা।
এ বিষয়ে বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কাশেম বলেন, ঐ কক্ষে ৬ শিক্ষক কর্তব্যরত ছিলেন তারা সকলেই এ ঘটনার দায় অস্বিকার করেন।
নিখোজের ঘটনায় কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।যার নং-১৪৭৪.(২৮-১১-১৮)