বন্যা ও বৃষ্টির কারণে এবার ডেঙ্গুর প্রকোপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ বছর বন্যা ও বৃষ্টি বেশি হওয়ায় মশা বেড়েছে, আর মশা বাড়ায় ডেঙ্গুও বেড়েছে। মশা কমলে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে।

তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে দুইশর বেশি লোক মারা গেছে এবং ৪০-৪৫ হাজার লোক আক্রান্ত হয়েছে। সরকার ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

 

রোববার (৩০ জুলাই) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সুনামগঞ্জের মতো হাওর এলাকার চিকিৎসার মান বাড়াতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেটকে ভালোবাসেন। তিনি এই অঞ্চলে ২টি মেডিকেল কলেজ ও ২টি বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন। ইতিমধ্যে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বেড সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।