বন্যায় কোন শহর ভাসবে, জানাবে অ্যাপ

লেখক:
প্রকাশ: ৭ years ago

উষ্ণায়নের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত ডুবে যেতে পারে পানিতে। বেশ কয়েকদিন আগে এমনই আশঙ্কা করেছিল নাসা।

কিন্তু কোন এলাকা সবচেয় বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটিও এবার জানা যাবে নাসার একটি বিশেষ টুল ব্যবহার করে।

কিভাবে কাজ করবে এই বিশেষ অ্যাপটি?
গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এবং যে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী ঘুরছে সেটির সম্পূর্ণ তথ্য সংগ্রহ করবে এই টুলটি। সেই তথ্যের উপর নির্ভর করেই এই টুলটি কাজ করবে। এর পাশাপাশি কোন শহরে হিমবাহ রয়েছে, কখন কি পরিমাণে হিমবাহ গলছে কোন শহরে সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেখা যাবে এই টুলে। যার ফলে আগে থেকেই সেই শহরকে এক বিশেষ অ্যাপের মাধ্যমে সতর্কবার্তা পৌঁছে দিতে পারবে নাসা।

এছাড়াও সমুদ্রস্তরের উপরও বিশেষ লক্ষ রাখবে এই টুলটি। সমুদ্রের জলস্তর ওঠানামা করছে কি না সেটিও দেখা যাবে এই বিশেষ টুলটির মাধ্যমে। ইতিমধ্যেই ওই টুলটি থেকে জানা যাচ্ছে, গ্রীনল্যান্ডের বরফ গলছে। যার ফলে লন্ডনের সমুদ্রস্তর বাড়তে পারে।

এর ফলে লন্ডনে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে নাসা।