জামালপুরের মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার বন্যা কবলিত নদী চরের বিভিন্ন এলাকায় হাজার হাজার ব্যাগ ত্রাণ বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড।
মঙ্গলবার স্থানীয় প্রশাসনের সহায়তায় গ্রুপের কর্মীরা দিনভর উপস্থিত থেকে সব হারানো অসহায় বানভাসি মানুষের হাতে তুলে দেন চাল, চিড়া, গুড়, বিস্কুট, ওষুধ, স্যালাইন, শাড়ি-লুঙ্গি।
মাদারগঞ্জে ত্রাণ বিতরণে সহায়তা করেন পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও পৌরসভার কাউন্সিলররা। এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান অরুন কুমার সাহা, পৌর প্যানেল মেয়র শওকত আলী প্রমুখ।
অপরদিকে ইসলামপুর উপজেলা এলাকায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সেনায়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল। মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ পৌরসভা, চরপাকেরদহ, কড়ইচড়া, গুনারিতলা, বালিজুড়ী, জুড়খালী, আদারভিটা, সিধুলী ইউনিয়নের হাজার হাজার বানভাসি মানুষকে ত্রাণ দেয়া হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শেখ সফিউদ্দিন জিন্নাহর সঙ্গে ছিলেন ময়মনসিংহ প্রতিনিধি মাহফুজুর রহমান নোমান, জামালপুর প্রতিনিধি শফিক জামান, মাদারগঞ্জ প্রতিনিধি জুলফিকার বাবলু, ভালুকা প্রতিনিধি আসাদুজ্জামান সুমন।