টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ঢাকার 'ও' লেভেলের এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টায় উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে।
এ ঘটনায় ফয়েজপুর গ্রামের ওই বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।
নিহত ওই শিক্ষার্থীর নাম ফুয়াদ দিশান (১৭)। সে ঢাকার কলাবাগানের লেক সার্কাস রোডের মো. ফজলুর রহমান সেলিমের ছেলে ও ইংলিশ মিডিয়াম স্কুলের মেধাবী শিক্ষার্থী।
দপ্তিয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঢাকার কলাবাগান লেক সার্কাস রোডের মো. ফজলুর রহমান সেলিমের একমাত্র ছেলে ফুয়াদ দিশান তার বন্ধু ফয়েজপুর গ্রামের আশ্রাব খন্দকারের ছেলে এটিএম আজরাব খন্দকারের সঙ্গে শুক্রবার সকালে ওই গ্রামে বেড়াতে আসে। সকাল ১১টার দিকে যমুনা নদীতে (শাখা নদী) ৪ বন্ধু মিলে গোসল করতে নামে।
একপর্যায়ে সাঁতার না জানা ফুয়াদ পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টার পর বিকাল ৫টার দিকে ফুয়াদকে উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) এম এ আলমগীর হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্টের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com