বনশ্রীতে বাসে আগুন, গাড়িচালক দগ্ধ

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বাসের যাত্রী মো. সবুজ (৩০) দগ্ধ হয়েছেন। সবুজ রমজান পরিবহনের একটি বাসের চালক।

 

রোববার (৫ নভেম্বব) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পরে সবুজকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ সবুজ ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। বর্তমানে পরিবার নিয়ে ঢাকার মেরুল বাড্ডায় ভাড়া থাকেন তিনি।

 

দগ্ধ চালকের স্ত্রী রুশেদা বেগম জানান, খবর পেয়ে সকালের দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ভাই আমার স্বামী তো বাসের ড্রাইভার। হেয় তো কোনো রাজনীতি করে না। হ্যাঁরে কেন পুড়াইয়া দিল। আমার এক ছেলে এক মেয়ের ভবিষ্যৎ অহনে কী হইব।’

 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম বলেন, ‘সকালের দিকে সবুজ নামে দগ্ধ এক বাসচালক আমাদের জরুরি বিভাগে আসে। তার ২৮ শতাংশ দগ্ধ। জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’