বদলে যাচ্ছেন আফগান পিতারাও

লেখক:
প্রকাশ: ৫ years ago

আফগানিস্তানের পাকটিকা প্রদেশের শারানা অঞ্চল। পাকিস্তান সীমান্ত থেকে খুব বেশি দূর না। তালেবানদের প্রভাব এখনো ঐ এলাকায় যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই সেই এলাকার মেয়েদের স্কুলে যাওয়া খুব একটা হয় না। কিন্তু লেখাপড়ার গুরুত্ব বুঝেছেন দিনমজুর মিয়া খান।

বাড়ির কাছে পড়ালেখার সুযোগ নেই। প্রায় ১২ কিলোমিটার দূরে স্কুল খুলেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানেই রোজ নিজের মেয়েদের নিয়ে যান তিনি। স্কুল শেষ না হওয়া অবধি অপেক্ষা করেন বাইরে। তারপর তাদের বাড়ি নিয়ে আসেন। যে দেশের বেশিরভাগ পুরুষ নারীশিক্ষার ঘোর বিরোধী সেই দেশের একজন পিতার এই সংগ্রাম ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতে।