বরিশাল মডেল থানার ওসি আওলাদের বদলী স্থগিত হতে পারে

:
: ৬ years ago

স্থগিত হতে পারে বরিশাল মডেল থানার ওসি আওলাদ হোসেনের বদলীর আদেশ। গত ৫ জুলাই খুলনা বদলীর আদেশ দেয়া হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আওলাদ হোসেনকে।

তবে বিএমপি পুলিশ থেকে এখনও ওসি আওলাদকে সে রকম কোন আদেশ দেয়া হয়নি। যে কারণে তিনি এখান থেকে যাচ্ছেন না। এ ব্যাপারে বিএমপি পুলিশের মূখপাত্র জানিয়েছেন গত ৫ জুলাই বদলীর আদেশ এসেছে।

তবে কি কারণে বদলীর আদেশ বাস্তবায়ণ হচ্ছে না তিনি তা জানেন না। এদিকে বদলীর আদেশের পরেও কোতয়ালী মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন আওলাদ হোসেন।

ফলে ধারণা করা হচ্ছে বদলীর আদেশ স্থগিত হতে পারে। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি আওলাদ হোসেন জানান, ৫ জুলাই বদলীর আদেশ এসেছে। তবে বিএমপি পুলিশ থেকে এখনও কোন আদেশ হাতে পান নি তিনি।

বিএমপি পুলিশের একটি সূত্র জানিয়েছে, ৩০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। আসন্ন বিসিসি নির্বাচনকে কেন্দ্র করে বদলীর আদেশ স্থগিত হতে পারে। তাছাড়া ওসি হিসেবে বিএমপিতে যোগদান করার পর থেকে সুন্দরভাবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। ফলে তার বদলীর আদেশ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।