অবশেষে বড় ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ’র সাথে সাক্ষ্যাৎ করেছেন আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
জানা যায়, নৌকার মনোনায়ন পাওয়ার পরে ভাইয়ের সাথে এটিই তার প্রথম সাক্ষ্যাৎ। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এ সাক্ষ্যাত অনুষ্ঠিত হয়। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও আব্দুর রব সেরনিয়াবাতের দুই কণ্যা হাবিবা আলম ও হামিদুন্নেছা বিউটি সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষ্যাতের কয়েকটি ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে।
একইসাথে আবুল হাসনাত আব্দুল্লাহ’র সাথে যুবলীগের চেয়ারম্যান তার ভাগ্নে শেখ ফজলে সামস পরশের সাক্ষ্যাতের কয়েকটি ছবিও পোষ্ট করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর আগে মনোনায়ন পেয়ে মামাতো বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষ্যাত করেছিলেন খোকন সেরনিয়াবাত।
গত ১৬ এপ্রিল আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনায় বোর্ডের সভায় বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনায় দেয়া হয় বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কে। সে থেকেই বরিশাল আওয়ামী লীগের একটি অংশ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন শুরু করেন। যারা নগরীতে সাদিক আব্দুল্লাহ বিরোধী হিসেবে পরিচিত। তবে এ খুশিতে মহানগর আওয়ামী লীগ কোন মিষ্টি বিতরন কিংবা আনন্দ মিছিল করেননি, এমনকি দলের এ সিদ্ধান্তে তারা খুশি কি না তা নিয়েও গণমাধ্যমের সাথে বরিশাল আওয়ামী লীগের শীর্ষ কোন নেতারা কথা বলেননি। দলীয় মেয়র প্রার্থীকে সমর্থন দেয়া নিয়ে মহানগর আওয়ামী লীগও ভুগছিলেন সিদ্ধান্তহীনতায়। অবশেষে গতকাল ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় তিনি বলেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত।
সবশেষে আবুল হাসানাত আব্দুল্লাহ’র সাথে সাক্ষ্যাতের ঘটনায় ফের উজ্জিবিত হবেন বরিশাল আওয়ামী লীগ, এমনটি মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।