বছরে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি একবারের বেশি নয়

লেখক:
প্রকাশ: ৩ years ago

১০ লাখ টাকা পর্যন্ত আমানত বিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে একবারের বেশি রক্ষণাবেক্ষণ ফি বা অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ কাটা যাবে না।

রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি এবং ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকমুখী করার লক্ষ্যে গড় আমানত স্থিতির উপর ভিত্তি করে সঞ্চয়ী হিসাবের বিপরীতে রক্ষণাবেক্ষণ ফি যৌক্তিকীকরণপূর্বক পুনঃনির্ধারণ করে দেয়া হয়।’

‘উক্ত পুনঃনির্ধারিত হার অনুযায়ী ব্যাংকসমূহ প্রতি ছয়মাস পর একবার অর্থাৎ বছরে দুইবার একটি হিসাব হতে কাউন্ট মেইনটেন্যান্স চার্জ আদায় করতে পারে।’

‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ক্ষুদ্র আমানতকারীগণকে আর্থিক প্রণোদনা প্রদান ও আমানত বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে ১০ লাখ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতিবিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে দুইবারের পরিবর্তে একবার অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ আদায় করার জন্য ব্যাংকসমূহকে নির্দেশনা প্রদান করা যাচ্ছে।’