বছরের সর্বনিম্ন পর্যায়ে ব্রয়লার মুরগি ও ডিমের দাম

লেখক:
প্রকাশ: ৭ years ago

ঈদুল আজহার প্রভাব পড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের ওপর। বছরের সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম।

প্রতি কেজি ব্রয়লার মুরগি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এক ডজন ফার্মের মুরগির ডিমের দাম ৮৫ টাকা।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজারের মুরগির দোকানগুলোতে এমন দামেই বিক্রি হয়েছে মুরগি ও ডিম। প্রায় সব দোকানে মুরগি প্রতিকেজি ১০৫ টাকায় কেনা হচ্ছে আর ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

কোরবানির সময় প্রায় প্রতিটি ঘরে গরু-ছাগলের মাংস থাকে। পরিবারের ফ্রিজেও খুব একটা জায়গা থাকে না। তাই মুরগির চাহিদাও কমে যায়। বাধ্য হয়ে মুরগি ও ডিমের দামও কমিয়ে দেন খামারিরা।
তবে সামনে পূজা আসছে, ছুটির রেশ কাটিয়ে নগরীও ক্রমে সরগরম হয়ে উঠছে। সপ্তাহখানেকের মধ্যেই ব্রয়লার মুরগির দাম বেড়ে যাবে।

ব্যাংকার আজাদুর রহমান বলেন, ঈদুল আজহার আগে ছিল ১৪০-১৫৫ টাকা পর্যন্ত। কিনতে এসে দেখি ১১০ টাকা। পাঁচটি মুরগি নিলাম ৭৬০ টাকায়। ইলিশের দাম কমেছে। মুরগির দাম কমেছে। মাছ ও সবজির দাম কিন্তু খুব একটা কমেনি। বাড়তি শুধু চালের দাম।