#

বরিশালে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল’র বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ নাগরিকদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় বরাবরই ছিলেন সোচ্চার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি ভূমি সংস্কারের ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেন। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে এবং ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ করে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করছে।

এবারের প্রতিপাদ্য হলো স্মার্ট ভূমি সেবারলয় ভূমি মন্ত্রণালয় আজ ২২ মে সোমবার সকাল ১১ টায় বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় রেকর্ড রুম প্রাঙ্গনে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।

আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় এর আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খোন্দকার আনোয়ার হোসেন, বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিকসহ ভূমি সংশ্লিষ্ট বরিশাল জেলার কর্মকর্তা-কর্মচারীরা এবং অতিথিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সেখানে বিভাগীয় কমিশনার বরিশাল জমি অধিগ্রহণের অর্থ প্রদান করেনসহ বিভিন্ন কার্যক্র পরিচালনা করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। এই ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ২৮ মে পর্যন্ত।

বাংলাদেশের প্রতিটি বিভাগে এই সেবা সপ্তাহ চলবে। বরিশাল জেলা সহ বিভাগের ৬টি জেলায় ৪২ টি উপজেলা এবং ২৫২ টি ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে।

 

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন