দীর্ঘ ২৫১ দিন পর ঘরোয়া ক্রিকেট ফিরছে মাঠে। বিপিএলের আদলে আয়োজিত হচ্ছে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সর্ড বাই ওয়ালটন’। প্রায় এক মাস ব্যাপী অনুষ্ঠিত পাঁচ দলের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।
জমাকালো আয়োজনে আজ (২৪ নভেম্বর) দুপুরে পর্দা উঠছে টুর্নামেন্টটির। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে প্রথমবার আয়োজিত হচ্ছে হাই ভোল্টেজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। পাঁচ দলের টি-টোয়েন্টি কাপে অংশ নিচ্ছেন দেশ সেরা ৮০ ক্রিকেটার।
সব মিলিয়ে প্রতিযোগিতায় ম্যাচ হবে ২৪টি। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচ খেলবে তামিমের ফরচুন বরিশাল ও সাকিবের জেমকন খুলনা।
লিগ পর্বে প্রতিদিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সাধারণ কর্মদিবসে দিনের আলোয় প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। কৃত্রিম আলোয় দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায়। ছুটির দিনে প্রথম ম্যাচ হবে দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায়। লিগ পর্বে প্রতিদিনের ম্যাচের পর একদিনের বিরতি দেওয়া হয়েছে। ফাইনাল ম্যাচের জন্য ১৯ ডিসেম্বর রিজার্ড ডে রাখা হয়েছে।