সাফ চ্যাম্পিয়নশিপের হতাশা কাটতে না কাটতেই সামনে চলে এলো আরও একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ১ অক্টোবর থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ। এই টুর্নামেন্টের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে দল থেকে বাদ দেয়া হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ডোবানো গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে।
সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে স্বপ্নের শুরু হয়েছিল বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে ভুটান এবং পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে নেপালের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশকে।
এই ম্যাচে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের শিশুসূলভ একটি ভুলই বাংলাদেশকে ছিটকে দেয় সাফ চ্যাম্পিয়নশিপ থেকে। নেপালের করা একটি ফ্রি কিক হাতের মধ্যে নিয়েও জালের মধ্যে ছেড়ে দেন গোলরক্ষক সোহেল।
ওই অমার্জনীয় ভুলটি করার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে গোলরক্ষক সোহেলকে নিয়ে। তখনই জানা যায়, সাফ চ্যাম্পিয়নশিপ এবং বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য যে প্রস্তুতি ক্যাম্প করেছিলেন কোচ জেমি ডে, সেই ক্যাম্পে ছিলেন না এই গোলরক্ষক। শেষ মুহূর্তে এসে হঠাৎই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয় এবং সরাসরি নিয়ে নেয়া হয় একাদশে।
তুমুল সমালোচনার মুখে অবশেষে বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাথমিক দল থেকেও বাদ দেয়া হলো আবাহনীতে খেলা এই গোলরক্ষককে। তার পরিবর্তে বাংলাদেশ দলের গোলপোস্ট সামলাবেন এশিয়ান গেমসে কাতারকে হারানো দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। আগেই জানা গিয়েছিল, বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্দেশ্যে শুক্রবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। তার আগে, বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর পল স্মলি আভাস দিয়েছিলেন, ৩৩/৩৪ জন ফুটবলার নিয়ে প্রাথমিক দল ঘোষণা করা হতে পারে। যেখানে সাফের বাইরে থাকা খেলোয়াড়ও দেখা যেতে পারে।
মূলতঃ শুক্রবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও তার আগেরদিন, বৃহস্পতিবারই কারওয়ান বাজারস্থ হোটেল লা ভিঞ্চিতে বিকাল সাড়ে ৫টার মধ্যে দলীয় ম্যানেজার সত্যজিৎদাস রূপুর কাছে ফুটবলারদের রিপোর্ট করার জন্য বলা হয়েছে বাফুফের পক্ষ থেকে। সেখানেই হবে ফুটবলারদের আবাসিক ক্যাম্প।
১ অক্টোবর থেকে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলা। ভেন্যু সিলেট স্টেডিয়াম। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে লাওস ও ফিলিপাইনের সঙ্গে। ‘এ’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন নেপালের সঙ্গে ফিলিস্তিন ও তাজিকিস্তান। সিলেট যাওয়ার আগ পর্যন্ত চলবে এই আবাসিক ক্যাম্প। সিলেট যাওয়ার আগেই ঘোষণা করা হবে ২২ কিংবা ২০ সদস্যের চূড়ান্ত দল।
প্রাথমিক দলে ডাক পাওয়া ৩১জন ফুটবলার
গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান, রাসেল মাহমুদ, মাহফুজ হাসান প্রিতম।
ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, ওয়ালি ফয়সাল, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, নাসির উদ্দিন চৌধুরী, ইয়াসিন খান এবং আরিফুল ইসলাম।
মিডফিল্ডার : মামুনুল ইসলাম মামুন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভুঁইয়া, মাশুক মিয়া জনি, বিপ্ল আহমেদ, ইমন মাহমুদ।
উইঙ্গার : রবিউল হাসান, জাফর ইকবাল, সাদ উদ্দিন, সোহেল রানা, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইব্রাহিম।
ফরোয়ার্ড : মাহবুবুর রহমান, শাখাওয়াত হোসেন রনি, নাবিব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া এবং জাবেদ খান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com