বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মানবজাতির ইতিহাসে শ্রেষ্ঠ ১০০ ভাষণের মধ্যে স্থান পেয়েছে। দেশের মানুষের জন্য এ অর্জন অসাধারণ সম্মানের উল্লেখ করে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সারা পৃথিবীর সম্পদ।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক 'ওয়ার্ল্ডস হেরিটেজ ডকুমেন্ট' হিসেবে স্বীকৃতি উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু তা প্রতিটি মানুষকে জাগ্রত করেছিল ১৯৭১ সালে।
অনানুষ্ঠানিক সেই স্বাধীনতার ঘোষণায় আমরা বুঝে নিয়েছিলাম ‘কি করতে হবে আমাদের’ যোগ করেন তিনি। বর্তমানে সবাইকে ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রেরণা নেয়ার আহ্বান জানিয়েছেন এই শিক্ষাবিদ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com