মেহেদী হাসান রনি, বরিশাল বিশ্ববিদ্যালঃ আজ ১০ জানুয়ারি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে আজ বৃহঃস্পতি বার বরিশাল বিশ্ববিদ্যালয়, ''মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী ৭১'র চেতনা'' ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল ছাত্র সমাজ’ দিবসটির ওপর এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অগ্রযাত্রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুর রহমান।। সংগঠনটির সদস্য রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মেহেদী হাসান রনির সঞ্চালনায় ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠনের সভাপতি প্রগতিশীল ছাত্র মো: কমরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের একাডেমিক মাঠ প্রাঙ্গণে সকাল ১২:০০ টায় আয়োজিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য মুক্তা আক্তার , মো:সিফাত রায়হান, মো:রাকিবুল ইসলাম,আরমান হোসাইন,সিফাতউল্লাহ খান,পলাশ রায়,সাহানা আক্তার সারমিন,মিতু আক্তার,মাহমুদুল হাসান,আলোচনা সভায় অংশ নেন এবং অগ্রযাত্রা মাধ্যমিক বিদ্যালয়েরর সম্মানিত শিক্ষক মহোদয় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো: ররফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে না ফিরলে স্বাধীনতা পূর্ণতা পেত না। তিনি প্রত্যাবর্তন করেই যুদ্ধ বিধ্বস্ত দেশের হাল ধরেছিলেন এবং দেশকে এগিয়ে নেওয়ার মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com