বঙ্গবন্ধুর সমাধিতে আবুল হাসানাত আব্দুল্লাহর শ্রদ্ধা

লেখক:
প্রকাশ: ২ years ago

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তার ভাগ্নে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ।

রবিবার (২৭ নভেম্বর) গোপলগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধে এ শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করেন তিনি।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এছাড়া কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মঈন আব্দুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য আশিক সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।