বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এম.পি।
 
বৃহস্পতিবার (১২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতটার সময় নগরীর করীম কুটিরস্থ পানিসম্পদ প্রতিমন্ত্রী’র বাস ভবনে বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি মূলক অনুষ্ঠিত হয়।
 
সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির বিস্বাস, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২২নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিচুর রহমান দুলাল, ২৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিচ শরীফ, সদর উপজেলা ভাইস চেয়াম্যান এ্যা.মাহাবুবুর রহমান মধু, মহানগর আ’লীগের সাবেক সহ সভাপতি আমিন উদ্দিন মোহন, ২৪নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগের নেতা সুলতান মাহমুদ হাওলাদার।
 
সভার সঞ্চালনা করেন মহানগর যুবলীগ সদস্য মিল্টন।
 
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২০নম্বর আ’লীগের ওয়ার্ডের সাবেক সভাপতি মুনিবুর রহমান, ২৩নম্বর আ’লীগের ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক রিপন, মহানগর যুবলীগ সদস্য মানিক, ২৫নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মান্নান, ২১নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি রানা, মহানগর যুবলীগের নেতা আতিক, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বি.এম কলেজের সাহিত্য বিষয়ক সম্পাদক সাহিদি ও মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।