বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: জবি নীল দলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

:
: ৪ years ago

অমৃত রায়,  জবি প্রতিনিধি:: কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নীল দল । মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ  মিনারের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের শিক্ষক নেতৃত্ববৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন, যে বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না,সেই জাতির পিতার ভাস্কর্য ভাঙার ধৃষ্টতাপূর্ণ আচরণ যারা করেছে তারা দেশ-জাতির শত্রু। তারা পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।এসময় সভাপতির বক্তব্যে নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, বর্তমান শিক্ষানীতির মাধ্যমে দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী মন-মানসিকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে, উন্নত বাংলাদেশ সৃষ্টি করবে এমন শিক্ষানীতি চাই।
 মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।