বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রতিমন্ত্রীর পক্ষে নেতা কর্মীদের পুষ্পস্তবক অর্পণ

লেখক:
প্রকাশ: ২ years ago

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা’র প্রতিকৃতিতে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

এছাড়াও নবগ্রাম রোড়স্থ করীম কুটি পানিসম্পদ প্রতিমন্ত্রী’র বাস ভবনে বাদ আসর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ-সময় বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বিসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃআমীর হোসেন বিশ্বাস,১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিচুর রহমান আনিস শরীফ, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেল, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃফরিদ আহমেদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।