প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২১, ১০:৩৪ অপরাহ্ণ
বরিশালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিভাগীয় ভূমি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় ভূমি কমপ্লেক্স এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীল।
১৬ মার্চ ২০২১ তারিখ মঙ্গলবার সকাল ৯:০০ টায় দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন। এসময় বরিশাল বিভাগীয় ভূমি কমপ্লেক্স এ অবস্থিত উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়ের (ডিএলআরসি) কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, আঞ্চলিক গুচ্ছ গ্রাম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জোনাল সেটেলমেন্ট অফিস, বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীল বলেন, নাগরিকদের সুস্থ-সুন্দর পরিবেশে সেবা প্রদানের জন্য অফিস প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। তাই অফিস প্রাঙ্গণকে পরিচ্ছন্ন রাখতে আমরা এই বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছি। এছাড়া ডেঙ্গু বা করোনার প্রকোপ রোধেও এ কর্মসূচির প্রয়োজন রয়েছে। পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির মাধ্যমে নাগরিকদের যথাযথ সেবা প্রদান করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানানো সম্ভব হবে বলে আমরা মনে করি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com