বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র জয় পেলেন মির্জা ফখরুল

লেখক:
প্রকাশ: ৬ years ago

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

এ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।

১৪১টি ভোট কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল পাওয়া গেছে। অসমর্থিত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত সারাদশে ভোটগ্রহণ চলে।