বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৭ years ago

বগুড়া শহরের বড়গোলা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার বিকালে গ্রেফতারকৃতরা হলো রাজিয়া সুলতানা (৩৫) ও মুনিরা খাতুন (৩৮)।

বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আমবার হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে শহরের বড়গোলা জনতা ব্যাংক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে সন্দেহভাজন দুজন নারীকে আটক করে। পরে তাদের কাছে থাকা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ সদস্যরা।
আটককৃত রাজিয়া সুলতানা বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম পশ্চিমপাড়ার রাজু আহমেদের স্ত্রী, বর্তমানে তিনি শহরের নিশিন্দারা মন্ডলপাড়ায় বসবাস করেন এবং মনিরা খাতুন বগুড়া সদরের বাঘোপাড়া খোলার ঘর এলাকার মৃত শাহিনের স্ত্রী।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন কুমার চক্রবর্তী জানান, দুই নারীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। বগুড়া জেলায় মাদক নির্মূলে পুলিশ বিভাগের সকল সদস্যরা কাজ করছে। মাদক নির্মূল এধরণের অভিযান অব্যাহত থাকবে।