বগুড়ায় সম্মান ৪র্থ বর্ষের রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান ৪র্থ বর্ষের (২০১৩-১৪) ঘোষিত রুটিন অবিলম্বে পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে বগুড়ার শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০ টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মানববন্ধনে অংশ নেয় সরকারি আজিজুল হক কলেজ, শাহ সুলতান কলেজ ও বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষের পরিক্ষা সেখানে অধিকাংশ ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের মান উন্নয়ন পরীক্ষা রয়েছে। অর্থাৎ যার মান উন্নয়নে পরীক্ষা আছে তাকে আগের দিন ৩য় বর্ষের মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরের দিন ৪র্থ বর্ষের চুড়ান্ত পরীক্ষায় বসতে হবে। যা কখনোই সম্ভব নয়। তাই এই রুটিন অতি শীঘ্রই পরিবর্তনের জন্য জোর দাবি জানায়।