বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়ার মহাসড়কের নয় মাইলের জামালপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ৪ বাস যাত্রী নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, আহতদের অধিকাংশের অবস্থা আশংকাজনক।
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ জানায়, সোমবার সাড়ে ৩টায় উপজেলার জামালপুরে বগুড়া মুখি কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-১৪৯৫) পৌঁছালে এসময় বিপরীতমুখির যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। বাসটি (বগুড়া-ব-৪৬৬৬) বগুড়া থেকে ধুনট উপজেলায় যাচ্ছিল যাত্রী নিয়ে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাস এবং কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে হয়েছে। নিহতদের পরিচয় জানা যায় নি।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ মিত্র জানান, দুর্ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নিয়ে আসবার পর আরো ৩জন বাস যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে আরো ২০ জন আহত চিকিৎসাধীন রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com