সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, ক্রিস গেইল, মুজিব উর রহমান, ডোয়াইন ব্রাভো, মুনিম শাহরিয়ার, জ্যাক লিনটট।
ড্রাফটের পর ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মুনিম শাহরিয়ার এবং বিশ্ব টি-টোয়েন্টির অন্যতম তারকা ডোয়াইন ব্রাভোকে দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। এবার আরও এক চমক দেখালো ফ্যাঞ্জাইজিটি। বিপিএলের আসন্ন আসরের জন্য ‘দ্য হান্ড্রেড’ মাতানো ইংল্যান্ডের চায়নাম্যান স্পিনার জ্যাক লিনটটকেও দলে নিয়েছে ফরচুন বরিশাল।
গেল বছর ২৭ বছর বয়সে পেশাদার ক্রিকেটে পা দিলেও অল্প সময়েই নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন ইংল্যান্ডের বাঁহাতি লেগস্পিনার জ্যাক লিনটট। বিশেষত আইসিসি স্বীকৃত ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ ‘দ্য হান্ড্রেড’ এর উদ্বোধনী আসরে নজরকাড়া বোলিংয়ে আলো ছড়িয়েছিলেন ইংলিশ চায়নাম্যান, বড় অবদান রেখেছিলেন সাউদার্ন ব্রেভের শিরোপা জয়ে।
অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে একটি মাত্র ম্যাচ খেলছেন জ্যাক লিনটট, এখনো অভিষেকই হয়নি লিস্ট এ ক্রিকেটে। তবে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি আসর ভাইটালিটি ব্লাস্ট এবং দেশের বাইরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ রয়্যালসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে ২৮ বছর বয়সী লিনটটের।
সবমিলিয়ে ৩৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৪টি উইকেট শিকার করেছেন এই ইংলিশ চায়নাম্যান।
প্রসঙ্গত এবারের বিপিএল ড্রাফটে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে ফরচুন বরিশাল। এছাড়া ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান, ক্রিস গেইল, মুজিব উর রহমানদের মতো বিশ্ব ক্রিকেটের সুপারস্টারদের দলে ভিড়িয়েছে ফ্যাঞ্জাইজিটি।
এছাড়া ড্রাফটের পর টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইনে ব্রাভোকেও দলে নিয়েছে ফরচুন বরিশাল। এবার ইংলিশ চায়নাম্যানের অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করলো ফ্যাঞ্জাইজিটিকে। তাই তো প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে সাকিব আল হাসানের নেতৃত্বে এবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামবে বরিশাল।
ড্রাফট থেকেঃ নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয়, আলজারি জোসেফ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকওয়ালা, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।
সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, ক্রিস গেইল, মুজিব উর রহমান, ডোয়াইন ব্রাভো, মুনিম শাহরিয়ার, জ্যাক লিনটট।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com