প্রতিভার সন্ধানে জেলায় জেলায় Women Culinary Association এই স্লোগান কে সামনে রেখে যশোর, খুলনার পর এবার বরিশাল এ।
আয়োজনে :- ওমেনস্ কালিনারি এসোসিয়েশন বাংলাদেশ।
প্রতিভার সন্ধানে জেলায় জেলায় Women Culinary Association এই স্লোগান কে সামনে রেখে যশোর, খুলনার পর এবার বরিশাল এ।
বরিশালের খাদ্য প্রেমিক ও রন্ধন শিল্পী দের জন্য সুখবর। আগামী ১৬ ই নভেম্বর রোজ শুক্রবার কালিনারি এসোসিয়েশন বাংলাদেশ এর সৌজন্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশালে এই প্রথম বিশাল রন্ধন শিল্পীদের মিলন মেলা। এই অনুষ্ঠানে থাকছে ডে লং ওয়ার্কসপ এবং রন্ধনপ্রতিযোগিতা আর এই রন্ধনপ্রতিযোগিতায় বিচারকদের দায়িত্ব পালন করবেন,
বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ * টনি খান, * নাজমা হুদা, * কল্পনা রহমান, * লবি রহমান,
* সোহেলী শামীম সহ আরও অনেকে। প্রতিযোগীতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার ও সার্টিফিকেট।
প্রতিযোগীতায় অংশ গ্রহনের জন্য ঝাল অথবা ডেজার্ট আইটেম ৪ (চার) জনের পরিমানে বাসা থেকে নিজে রান্না
করে আনতে হবে।
প্রতিজন অংশগ্রহণকারী কে মাত্র ৪০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম নিতে হবে।
২ কপি পাসপোর্ট সাইজ ছবি সহ ফর্মটি পুরন করে সরাসরি
অনুষ্ঠানের দিন জমা দিতে হবে। ফর্ম নেয়ার শেষ তারিখ
১৬ ই নভেম্বর।
ভেন্যু : গ্রান্ড পার্ক বরিশাল।
সময় : দুপুর ২টা থেকে রাত ৯টা।
* যারা যারা রেজিস্ট্রেশন করবে,তাদের সবার জন্য থাকছে আকর্ষনীয় গিফট হ্যাম্পার।
************
** সিমুস ফ্যাশন হাউস
পশ্চিম বগুড়া রোড, বরিশাল, মল্লিকা কিন্ডারগার্ডেনের পাশে।
মোবাইল:-০১৭২৭৬৬৯৮৭।
** জলি বুটিকস এন্ড ফুড কর্ণার,
হালিমা খাতুন স্কুল এর সামনে, বরিশাল।
মোবাইল :- ০১৭২১৪৪৮৮৪৯।
** রোজ হারবাল বিউটি পারলার।
নতুন বাজার, বরিশাল।
মোবাইল:-০১৭৯২৩১৩৭৪।
** রেশমি ফুড কর্ণার
বিবি পুকুরপাড়ের বিপরীত,
আমাদের সাথেই থাকুন
আর
যে কোন তথ্যের জন্য কল করুন এই নাম্বারে....
: ০১৭৬০৬৫৫৮৫১
: ০১৮৬০৪০৫৭৪৯
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com