ফেসবুক লাইভে আসছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় তার বক্তব্য ফেসবুকে লাইভ করা হবে। শনিবার সকাল ১০টা থেকে সভা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার এই ভাষণ সকাল সাড়ে ১০টার দিকে লাইভ করা হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ফেসবুকের তিনটি পেজ থেকে বিএনপি প্রধানের ভাষণ দেখা যাবে। এগুলো হলো: Facebook.com/bnp.communication, Facebook.com/bnpbd.org ও Facebook.com/bnplivenettv।
রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ইতোমধ্যে নির্বাহী কমিটির সভার সব প্রস্তুতি শেষ হয়েছে।