ফেসবুক মেসেঞ্জারের ইনবক্সে ভুল করে কাউকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু চাইলেও সেই মেসেজ ডিলিট করার উপায় থাকে না। ব্যবহারকারীদের সেই দুঃখ এবার দূর হতে চলেছে। কারণ ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হচ্ছে ‘ডিলিট’ অপশন।
খুব শিগগিরই এই ফিচারটি চালু হবে বলে জানিয়েছে ফেসবুক। বর্তমানে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে এই সুবিধা রয়েছে।
এর আগে মেসেঞ্জারে ‘সিক্রেট চ্যাট’ বলে একটি ফিচার চালু করা হয়েছিল। এই চ্যাটের মাধ্যমে গোপনীয়তা বজায় রেখে কথা বলা যায়। যেখানে কিছু সময় পরে চ্যাটের কথাগুলো এমনিতেই ডিলিট হয়ে যেত।
এদিকে ফেসবুক ব্যবহারকারীরা দীর্ঘদিন থেকেই মেসেঞ্জারে মেসেজ ডিলিট করার অপশন চালুর দাবি জানিয়ে আসছিল। সে দিক থেকেই ফেসবুক এমন উদ্যোগ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
নতুন এই ফিচারটির নাম হতে পারে ‘আনসেন্ড’। তবে কবে থেকে এই ফিচার ব্যবহার করা যাবে সে বিষয়ে কিছু জানায়নি ফেসবুক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com