বর্তমান সময়ের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক'কে 'ডিজিটাল গ্যাংস্টার'-এর সঙ্গে তুলনা করে প্রবল সমালোচনা করল ব্রিটিশ পার্লামেন্ট। কড়া সমালোচনা থেকে রেহাই পাননি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও।
সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের এক রিপোর্টে বলা হয়েছে, জেনেশুনে ইচ্ছাকৃত ভাবেই মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ভেঙে ফেলছে ফেসবুক। প্রাইভেসি ও প্রতিযোগিতা সংক্রান্ত আইন লঙ্ঘন করছে তারা। ফেসবুকের এই ভূমিকাকে 'ডিজিটাল গ্যাংস্টার' হিসেবে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।
ব্রিটিনের ডিজিটাল, কালচার, মিডিয়া ও স্পোর্টস সংক্রান্ত এক কমিটি ১৮ মাস ধরে তদন্ত চালিয়ে এই রিপোর্ট তৈরি করেছে। ভুয়া খবর, ভূল তথ্যে ভরা খবর ফেসবুকে যা শেয়ার হয়েছে, তা পর্যবেক্ষণ করেই এই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
এছাড়া ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গের বিরুদ্ধেও পার্লামেন্ট অবমাননার অভিযোগ আনা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com