ফেসবুকে রিকুয়েস্ট দেওয়ার দ্বন্দ্বে গৃহবধূকে মারধর

:
: ২ years ago

মানিকগঞ্জের শিবালয়ে ফেসবুকে রিকুয়েস্ট দেওয়াকে কেন্দ্র করে শিখা আক্তার (২৭) নামের এক অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এতে তার পাঁচ মাসের বাচ্চা নষ্ট হয়ে গর্ভপাত হয়। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত রুনা খন্দকারকে (৩৭) গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার রুনা খন্দকার উপজেলার ছোট বোয়ালী গ্রামের হারুন অর রশিদ জুয়েলের স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শিবালয় নতুন পাড়ার সুরুজ্জামান সুমনের স্ত্রী শিখা আক্তারকে পাশের রুনা খন্দকার ফেসবুকে রিকুয়েস্ট দেন। এনিয়ে ভুক্তভোগী নারী তাকে গালমন্দ করেন। সোমবার সকালে শিখার বাড়ি ঢুকে রুনা খন্দকার তাকে মারধর করেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পরলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে শিখার পেটে থাকা পাঁচ মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়।

ভুক্তভোগীর শ্বশুর আমির শেখ বলেন, রুনা খন্দকার আমার ছেলের বউকে মারধর করেন। এসময় পেটে আঘাতের কারণে পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। তার শারীরিক অবস্থা এখনও খুব খারাপ।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় একটি মামলা করেছেন। আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হরে বিচারক তাকে কারাগারে পাঠান।