চলমান এসএসসি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করে ফেসবুক অ্যাকাউন্ট ও গ্রুপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি স্কুলসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সমমর্যাদার এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- ফাহিম, আল-আমিন, আমানুর, আহসান, সুজন, আবিদ, শাওন এবং জাহিদ। তবে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা বা তথ্য জানা যায়নি।
ডিবি সূত্রে জানা যায়, আটকরা পরীক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করতো। আর ফেসবুক গ্রুপে প্রশ্ন সরবরাহ করা চক্রের মূল হোতা হলো ফাহিম। শিক্ষা ভবনের কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী ফোন ট্র্যাক করে তাকে ধানমন্ডি থেকে আটক করা হয়। আটকের পর তার ফেসবুক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করছে ডিবি পুলিশ।
এছাড়া আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল (রোববার) সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com