সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্রের ভিডিও দিয়ে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় মো. সোহাগ রেজা (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহী আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সোহাগ রাজপাড়া থানাধীন হড়গ্রাম কোর্ট বাজার এলাকার মো. ফারুকের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর মুখপাত্র ও অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জাগো নিউজকে বলেন, ১৩ নভেম্বর দিনগত রাত সাড়ে ৩টায় সোহাগ রেজা নামে এক ব্যক্তি ফেসবুক আইডির মাধ্যমে অস্ত্র প্রদর্শনসহ কয়েকজনের নাম উল্লেখ করে তাদের হত্যার হুমকি দেয়। এ নিয়ে নগরীর মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
তিনি আরও বলেন, শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় কাশিয়াডাঙ্গা থানার একটি টিম গাজীপুরের শ্রীপুরে অভিযান পরিচালনা করে সোহাগ রেজাকে গ্রেফতার করা হয়। তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com